লাখাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে মাথা গুজার ঠাই হলো নয়নতারার
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগজ্ঞ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের হস্তক্ষেপে মাথা গুজার ঠাই হলো নয়নতারার।
জানা যায়, লাখাই উপজেলার বামৈ পূর্বগ্রামের ইয়াবা কারবারী আসামী শাহিন ইয়াবা সহ পুলিশের হাতে গ্রেপ্তারের পর গত ১১ জুলা সোমবারে স্থানীয় লোকজন শাহিনের বসবাসের ঘর ভাংচুর করে।
এরপর শাহিনের স্ত্রী নয়নতারা সহ তার ছেলে মেয়েকে বাড়ী থেকে বের করে দেন। এ সংবাদ প্রকাশের পর ডিবিসির এ প্রতিনিধি সরেজমিনে গিয়ে ভুক্তভোগী নয়নতারার বক্তব্য শুনে ঘটনার বিষয় লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনকে বিষয়টি অবহিত করলে তিনি ১৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় সরেজমিনে গিয়ে স্থানী চেয়ারম্যান হাজী আজাদ হোসেন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে ভিটে ছাড়া ভুক্তভোগী নয়নতারাকে তার আত্নীয়ের বাড়ীতে থাকার ব্যবস্থা করে দেন।
নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন উপস্থিত ব্যক্তিদের কে উদ্দেশ্য করে বলেন, আপনারা অসহায় মহিলার বাড়ী ঘর ভাংচুর করে যে কাজ করেছেন তা মানবাধিকার লঙন করেছেন।
তিনি আরো বলেন, যে পর্যন্ত নয়নতার তার নিজ ভিটায় ঘর তৈরীর আগ পর্যন্ত নয়নতারার আত্নীয় রফিকুল ইসলামের বাড়ীতে থাকার ব্যবস্থা করে দেন। এ সিদ্ধান্তে ভুক্তভোগী নয়নতারা খুশি হয়েছেন মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন।

