লাখাইয়ে আজ থেকে ৫০ শয্যা হাসপাতাল চালু, কমবে ভোগান্তি, বাড়বে রাজস্ব আয়

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০৪ PM, ২৬ জুলাই ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; হবিগঞ্জ জেলার লাখাই উপজেলাবাসীর দীর্ঘ দিনের আশা আজ থেক বাস্তবে পরিণত হতে যাচ্ছে।

লাখাই উপজেলায় লোক সংখ্যা দেড় লাখের উপরে বসবাসের লোকের জন্য লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই স্বাস্থ্য কমপ্লেক্সটি লাখাই উপজেলা কালাউক সদর বামৈ ইউনিয়নে অবস্থিত।  আর বামৈ ইউনিয়নে লোক সংখ্যা প্রায় ২৭ হাজার লোকের বসবাস। এই দিক থেকে লাখাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা বেশী  আসছে বলে মনে করেন বিশিষ্ট জনেরা।

লাখাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা ডা.কাজী আরেফিনের সাথে আলাপ কালে তিনি এ প্রতিনিধিকে জানান আজ থেকে লাখাই উপজেলাবাসী রোগীদের সেবার মান বাড়াতে ৫০ শয্যা হাসপাতালের সার্বিক ভাবে কার্যক্রম চালু করেছি।

সেবা নিতে আসা রোগিদের কি কি সেবা আছে জানতে চাইলে তিনি জানান আজ থেকে সরকারী বিধিমালা মোতাবেক আজ থেকে যে সকল রোগীরা সেবা নিতে আসবে বহির্বিভাগে টিকেটের হাড় ৩ টাকা, অন্তবিভাগে ৫টাকা, জরুরী বিভাগে ভর্তি ফি ৫টাকা,এবং কেবিন ভাড়া ১শত টাকা। এ ছাড়া আরো সুবিধা রয়েছে প্যাথলজি বিভাগ, এক্সরে,  ইসিজি, ও আল্ট্রাসনোগ্রামের সুবিধা পাবে রোগীরা। এখন থেকে কোন রোগী বাহিরে গিয়ে কোন প্রকার পরীক্ষা করাতে হবে না।

বিগত দিনে এ হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মচারীদের বিরুদ্ধে অনেক অভিযোগ আমরা পেয়েছি এ বিষয়ে আপনার বক্তব্য কি জানতে চাইলে তিনি বলেন আমি অত্র হাসপাতালে যতদিন আছি ততদিন সরকারী বিধিমালা মোতাবেক যার যার দায়ীত্ব যথাযথ ভাবে পালন করতে হবে, কাউকে ছাড় দেয়া হবে না। এর বর্তয়্য ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি পিচপা হবো না।

তিনি আরো বলেন স্থানীয় গন্যমান্য ও জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন আমি আমার দায়ীত্ব যথাযথ পালন করে সেবা নিতে আসা রোগিদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করব।

আপনার মতামত লিখুন :