লাখাইয়ে অপহরণ ও মুক্তিপণ দাবী মামলায় দুই আসামী গ্রেপ্তার
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
লাখাইয়ে পুলিশের অভিযানে লাখাই থানার অপহরণ ও মুক্তিপণ মামলার আসামী আজমিরিগঞ্জ থেকে ২ আসামীকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
থানা সুত্রে জানা যায়, উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের ভেলু মিয়ার ভাঙ্গারী দোকান থেকে ২৮ আগষ্টে ভেলু মিয়া ও তার কর্মচারীকে ভাঙ্গারী মাল দিবে মর্মে তাদের কে আসামীরা নিয়ে যায় এবং সেখানে নেয়ার পর বাদী ভেলু মিয়া ও তার কর্মচারীর কাছে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে ও তাদের কে মারপিট করে আহত করে।
এ ঘটনায় লাখাই থানায় মামলা দায়ের করে ভেলু মিয়া। এর প্রেক্ষিতে ২৯ আগষ্ট মঙ্গলবার দিবাগত রাতে এস আই সোহাগ ফকির তার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ আজমিরিগঞ্জ থানা পুলিশের সহযেগোগিতায় অভিযান চালিয়ে আজমিরিগঞ্জ থানার জলসুখা গ্রামের(মধয়পাড়া) মৃত আজাদ খানের ছেলে ছাইম খান (২২) ও একই গ্রামের ছাইমুল হকের ছেলে মোঃ রিয়াদ মিয়াকে তাদের বাড়ী থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীদেরকে ৩০ আগষ্ট বুধবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের বিষয়টি লাখাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম

