লাখাইয়ে লেখা পড়ায় পিছিয়ে নেই প্রতিবন্ধি শাকিব, পাচ্ছে না ভাতা
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে লেখা পড়ায় পিছিয়ে নেই প্রতিবন্ধি শাকিব। পাচ্ছে না প্রতিবন্ধি ভাতা। খোঁজ নিয়ে জানা যায় লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের ৯ নং ওয়ার্ডের আব্দুর রহমানের পরিবারের তিনজনই শারিরীক প্রতিবন্ধি। তারা হলেন স্ত্রী শামসুন্নাহার, চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী রাহুল মীর, ষষ্ট শ্রেনীর শিক্ষার্থী শাকিব। সরেজমিনে গিয়ে জানা যায় প্রতিবন্ধি শামসুন্নাহার জানান আমি নিয়মিত প্রতিবন্ধি ভাতা পাচ্ছি কিন্তু আমার ২ ছেলে শাকিব ও রাহুল তারা বিগত ২ বছর যাবত কোন প্রকার প্রতিবন্ধি শিক্ষার্থী প্রতিবন্ধি ভাতা পাচ্ছে না।
এ ব্যাপারে লাখাই উপজেলার ভাদিকারা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার ফারুকে সাথে যোগাযোগ করলে তিনি জানান আমার বিদ্যালয়ের ১০ জন প্রতিবন্ধি শিক্ষার্থী রয়েছে কিন্তু ২০২২ সালে কোন প্রতিবন্ধি শিক্ষার্থী প্রতিবন্ধি ভাতা পায়নি।
তিনি আরো জানান শাকিব নামে শিক্ষার্থী এ বছর কালাউক উচ্চ বিদ্যালয়ে ষষ্ট শ্রেনীতে ভর্তি হয়েছ।এ ব্যাপারে ভাদিকারা গ্রামের আরেকে প্রতিবন্ধি শিক্ষার্থী তারেকের অবিভাবক দুলন মিয়া জানান আমার ছেলে তারেক ২০২১ সাল থেকে কোন প্রকার প্রতিবন্ধি ভাতা পাই নাই। এ ব্যাপারে কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোওালেবের সাথে যোগাযোগ করলে
তিনি জানান শাকিব নামে এক প্রতিবন্ধি আমার বিদ্যালয়ে এ বছর ভর্তি হয়েছে কিন্তু প্রতিবন্ধির আবেদন করছে কি না আমার জানা নেই। এ ব্যাপারে লাখাই উপজেলার অতিরিক্ত দায়ীত্ব প্রাপ্ত সমাজ সেবা কর্মকর্তা আফজালোর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন লাখাই উপজেলায় প্রতিবন্ধি শিক্ষার্থী সংখ্যা ৭০ জন কিন্তু এখন পর্যন্ত কোন প্রতিবন্ধি শিক্ষার্থীর অভিভাবক আমার কার্যালয়ে অভিযোগ করেনি।
তিনি বলেন আমি ছুটিতে আছি অফিসল আসলে হয়তো ওয়েবসাইটে ঢুকলে সব পেয়ে যাব কে পেয়েছে আর কে পায়নি। প্রতিবন্ধি শিক্ষার্থীদের অবিভাবকের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ ব্যাপারে প্রতিবন্ধি ভাতা ভোগিদের দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নজরে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য দাবী জানিয়েছন।

