লাখাইয়ে লাল মিয়া হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:২৯ PM, ৩০ জানুয়ারী ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাইয়ে চাঞ্চল্যকর লালা মিয়া হত্যার ঘটনায় লাখাই থানায় মামলা দায়ের করেছে মৃতের ছেলে চান মিয়া। এই চাঞ্চল্যকর হত্যা মামলাটি রবিবার (২৯ জানুয়ারি)  চান মিয়া বাদী হয়ে মৃত জহুর আলীর ছেলে জিহাদ আলী সহ ১৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে মর্মে লাখাই থানা সুত্রে জানা যায়।

বাদীর লিখিত অভিযোগ দায়ের’র পর লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া  দঃ বিঃ ৩০২/৩৪ ধারা মোতাবেক লাখাই থানার ওসি তদন্ত চম্পক দাম কে ঘটনা তদন্ত পূর্বক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দায়ীত্ব প্রদান করা হয়েছে।

এঘটনার বিষয়ে  তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত চম্পক দামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ হত্যা মামলার ঘটনায় যারা জড়িত তাদেরকে চিহ্নিত করাই আমাদের কাজ।

তিনি আরো বলেন এ ঘটনার রহস্য উদঘাটন করে দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা সদা প্রস্তুত আছি।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টায় জিরুন্ডা গ্রামের হিলার কান্দি নামক বন্দে পানি সেচের মেশিন বাহাড়াদার লাল মিয়াকে (৬৫) আসামীরা পূর্ব শত্রুতার জের হিসেবে পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্রের আঘাতে লাল মিয়া কে হত্যা করা হয়েছে মর্মে বাদীর লিখিত অভিযোগ সুত্রে জানা যায়।  এ ঘটনার রহস্য উদঘাটন করতে পুলিশ তৎপর রয়েছে।

আপনার মতামত লিখুন :