লাখাইয়ে ভিজা শুঁটকি বিক্রি করে সংসার চলে জহরলাল দাসের
লাখাই (হবিগঞ্জ)প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে ভিজা শুঁটকি ফেরী করে বিক্রির মাধ্যমে সংসার চলে জহরলাল দাসের।
খোঁজ নিয়ে জানা যায়, মোড়াকরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কির্তন দাসের ছেলে জহরলাল দাস (৬৫) কয়েক দিন আগে তার সাথে দেখা এই প্রতিনিধির।
জহরলাল দাসের সাথে একান্ত সাক্ষাৎকালে তাকে তার পরিবার নিয়ে ও সংসার কি ভাবে চলে জানতে চাইলে তিনি জানান আমার বর্তমান বয়স ৬৫ বছরের উপরে। আমার সংসারে ১ স্ত্রী ১ ছেলে ও ১ মেয়ে এই নিয়ে আমার সংসার।
আপনি এই বয়সে গ্রামে গ্রামে মানুষের বাড়ী বাড়ী গিয়ে ফেরী করে ভিজা শুটকি বিক্রি করেন কেন প্রশ্ন করা হলে তিনি বলেন কি করব মেয়ে কে ধার দেনা করে মেয়ে কে বিয়ে দিয়েছি ছেলে একটা ছোট সে একটা শ্রীমঙ্গলে একটা দোকানে চাকুরী করে যায় বেতন পায় তা দিয়ে সংসার চলে না তাই বাধ্য হয়ে এ পেশায় নিজে কে আত্মনিয়োগ করতে হচ্ছে।
তিনি আরো বলেন, প্রতিদিন সকালে কাঁধে ভার নিয়ে বাড়ী বাড়ী গিয়ে ভিজা শুঁটকি বিক্রি করে কোন রকম ভাবে সংসারের ব্যয়ভার চালিয়ে যাচ্ছি। আপনি কি সরকার থেকে কোন ধরনের সাহায্য পেয়েছেন কি না জানতে চাইলে তিনি জানান, আমি এখন পর্যন্ত কোন সাহায্য পায়ইনি তবে আমার বাবা জীবিত অবস্থায় বয়স্ক ভাতা পেতেন।
এ ব্যাপারে মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান ফয়সল মোল্লার সাথে যোগাযোগ করলে তিনি জানান এ বিষয়টি আমার জানা নেই তবে সে যদি তার জাতীয় পরিচয় পত্র নিয়ে আমার কাছে আসলে আমি আবশ্যই তার একটা ব্যবস্থা করে দিব।

