লাখাইয়ে বই সংকট ১টা বাজলেই বিদ্যালয় বন্ধ
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে বই সংকটের কারণে বেলা ১টা বাজলেই শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়।
সারাদেশের ন্যায় লাখাই উপজেলায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় গুলোতে জানুয়ারীর প্রথম তারিখে বই উৎসবের মাধ্যমে পাঠ্যবই বিতরণ করা হলেও পরিপূর্ণ কাংখিত পাঠ্যবই বিতরণ করা হয়নি। ফলে বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের পাঠদানে ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।
এরই মাঝে ১টি মাস শিক্ষার্থীদের বই সংকটের ভিতর চলে গেছে। বইয়ের সংকটের কারনে পুরোদমে ক্লাশ করতে পারছে না বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীরা বই না পাওয়ায় এবং পুরোপুরি ক্লাস শুরু না হওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে অনিহাবোধ করতে দেখা গেছে।
লাখাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ঘুরে দেখা গেছে, অধিকাংশ বিদ্যালয়ের চিত্র একই রকম। শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত বই না পাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেখা দিয়েছে নানা সংশয়। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ চলতি বছরের প্রথম দিন পহেলা জানুয়ারি তারিখে বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়, কালাউক উচ্চ বিদ্যালয়, ভাদিকারা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহ অনকে বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকের মধ্য দিয়ে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে ও মাধ্যমিক বিদ্যালয়, এবতেদায়ী, ও দাখিল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৩ শিক্ষা বর্ষের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উদযাপিত হলেও অদ্যবধি শিক্ষার্থীদের হাতে সব বই পৌছায়নি।
এ ব্যাপারে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে আলাপ কালে তারা জানান, সব গুলো বই শিক্ষার্থীদের হাতে না আসায় দুপুর ১টার সময় শিক্ষার্থীদের ছুটি দিয়ে দিতে হয় কারন ক্লাশের বাকি বই না থাকায় ক্লাশ করা সম্ভব নয় তাই বাধ্য হয়ে ছুটি দিতে হয়।
খোঁজ নিয়ে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের ১মশ্রেনীর বই শতভাগ বই পেয়েছে কিন্তু অন্যান্য ক্লাশের ইসলাম শিক্ষা, গনিত ও বিজ্ঞান বই শিক্ষার্থীরস পেয়েছে।
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন নাম প্রকাশে অনিচ্ছুক তারা জানান, ৫০ভাগ বই শিক্ষার্থীরা পেয়েছে বাকি বই না পাওয়ায় শিক্ষার্থীদের লেখা পড়ার মারাত্মক ক্ষতি হতে যাচ্ছে।
এ ব্যাপারে লাখাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক জানান, কিছু দিনের ভিতরেই বই আসবে, আসার সাথে সাথে বই বিতরণ করা হবে।
লাখাই উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের দায়িত্ব প্রাপ্ত একাডেমিক সুপার ভাইজার জান্নাতুন নাহারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

