লাখাইয়ে ফসলি জমির মাটি কেটে ২ লক্ষাধিক টাকার বালু উওোলনের অভিযোগ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:০১ PM, ০৭ ফেব্রুয়ারী ২০২৩

Spread the love
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের  লাখাই উপজেলার মুড়িয়াউক মৌজাস্থিত ফসলী জমি থেকে শ্যালো মেশিন দিয়ে অতিমাত্রায় গভীর গর্ত করে প্রায় ২ লক্ষাধিক টাকার বালু উওোলন করার অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, মুড়িয়াউক গ্রামের দরবেশ আলীর ছেলে রপু মিয়ার ভগ্নিপতি  মুড়িয়াউক গ্রামের মৃত নানু মিয়ার ছেলে তাহির মিয়া ঐ ফসলি জমির মালিক। কিন্তু রপু মিয়া তার সার্থ হাসিলের জন্য শ্যালো মেশিন দ্বারা ঐ ফসলি জমি থেকে বালু উওোলন করে রপু মিয়া তার নিজস্ব জমিতে বাড়ী করার জন্য এই পথ বেছে নিয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে মুড়িয়াউক মৌজাস্থিত শিয়ালিয়ার চর (প্রকাশ সরিষা বিল) নামক বন্দে তাহির মিয়ার ফসলি জমি থেকে বালু উওোলন করতে দেখা গেছে।
এ ব্যাপারে সুবিধাভোগী দরবেশ আলীর ছেলে রপু মিয়ার সাথে আলাপ কালে তিনি জানান, যে জমি থেকে বালু উওোলন করছি সেই জমিটি আমার আামার ভগ্নিপতি তাহির মিয়ার তাই আমার একটা জমিতে বাড়ী করার নিমিত্তে ঐ জমি থেকে বালু উওোলন করে বাড়ী করার উপযোগী করেছি।
তিনি আরো বলেন, এই ফসলি জমি থেকে বালু উওোলন করার আরো একটা কারন আছে কারনটা হলো বর্ষা মৌসুমে জঙ্গী মাছ সংরক্ষণ করারও আমার একটা উদ্দেশ্য আছে। কার মেশিন দিয়ে বালু উওোলন করছেন জানতে চাইলে তিনি জানান, লাখাই গ্রামের রইছ মিয়ার মেশিনের মাধ্যমে বালু উওোলন করছি। কত টাকা দরে বালু উওোলন করছেন জানতে চাইলে তিনি জানান প্রতি ঘনফুট বালু ৩ টাকা দরে উওোলন করিয়েছি।
এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সাথে যোগাযোগ করলে তিনি জানান, বালু উওোলনের ছবি ও  ঘটনাস্থলের লোকেশন দেন, আমি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিব।

আপনার মতামত লিখুন :