লাখাইয়ে পৃথক অভিযানে পলাতক আসামীসহ গ্রেপ্তার ৩

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:২৫ PM, ০৩ ফেব্রুয়ারী ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাইয়ে পৃথক অভিযানে পলাতক আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সুত্রে জানা গেছে, লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়ার দিকনির্দেশনায় এস আই ফারুক খন্দকার, এ এস আই রুবেল আহমেদ,  এ এস আই সুমন চন্দ্র রায় সঙ্গীয় পুলিশ ফোর্সসহ বৃহস্পতিবার (২ জানুয়ারি)  দিবাগত রাতে লাখাই উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত পলাতক আসামী সহ ৩ জন আসামীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত পলাতক আসামীরা হলেন- মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মৃত সজ্ঞব আলীর ছেলে খোয়াজ আলী (৪৫) মৃত মিনাজ উদ্দীনের ছেলে পরশ তালুকদার উরফে পরশ উদ্দীন (৬২) এবং ধর্তব্য অপরাধের সাথে সম্পৃক্ত থাকার সন্দেহ ভাজন হিসেবে বুল্লা ইউনিয়নের গোয়াকড়া গ্রামের জুলমত আলীর ছেলে আব্দুল হক (৩০) কে কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামীদেরকে শুক্রবার (৩ জানুয়ারি) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :