লাখাইয়ে পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার ৫
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাই থানা পুলিশের যৌথ বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত ৫ আসামীকে গ্রেপ্তার করছে পুলিশ।
জানা যায় লাখাই থানার অফিসার ইনচার্জ এম এন মিয়ার দিকনির্দেশনায় শনিবার(১০ ডিসেম্বর) দিবাগত রাতে লাখাই থানার এস আই দেবাশিষ তালুকদার, এস আই মিজান উল হক, এস আই জহির আলী, এ এস আই আবেদ আলী, এ এস আই নাজমুল হাসান হাওলাদার সহ একদল সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে লখনাউক গ্রামের মৃত নজরুল ইসলাম ও নাঈম আহমেদ, ভাদিকারা গ্রামের মৃত রমিজ আলীর ছেলে বাবু মিয়া, সাতাউক গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে লেচু মিয়া, রঙ্গু মিয়ার ছেলে লিয়াকত মিয়াদের কে তাদের বাড়ীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত আসামীদের কে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোফর্দ করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ এম এন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

