লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৫

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩০ PM, ২২ জানুয়ারী ২০২৩

Spread the love
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের  লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে ২ জুয়ারী নিয়মিত মামলার আসামীসহ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সুত্রে জানা যায়, লাখাই থানার এস আই সাদরুল হাসান খান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ শনিবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিওিতে লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের পশ্চিমের হাওরে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ২ আসামী সহ নগদ ১১৭০ টাকা ও ৫২ টি তাস জব্দ করে আসামীদেরকে গ্রেপ্তার করে এবং ঘটনাস্থল থেকে আরো ৭ জুয়ারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে এ ঘটনায় ২ আসামী সহ আরো ৭ জনের নামে লাখাই থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অপর এক অভিযানে শনিবার (২১ জানুয়ারী) দিবাগত দেড়টায় টিউবওয়েল চুরির অপরাধে বামৈ তিনপুল নামক স্থানে গোপন সংবাদের ভিওিতে  এস আই শৈলেশ চন্দ্র রায়,  এ এস আই সুমন চন্দ্র রায় সঙ্গীয় পুলিশ ফোর্স সহ আসামীদের গ্রেপ্তার করে। আসামীরা হলো- বামৈ গ্রামের আঃ আহাদের ছেলে ফাইজুল ইসলাম( ৩০) মারুগাছ গ্রামের জামাল মিয়ার ছেলে রাকিব মিয়া (১৬) সিংহগ্রামের মৃত ফরন আলীর ছেলে আজনু মিয়া (৪০) ও মৃত মলাই মিয়ার ছেলে হাফিজ মিয়া।
অপর এক অভিযানে শনিবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে এ এস আই সুমন চন্দ্র রায় সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামের দেওয়ান আলীর ছেলে লিটন মিয়াকে (২৪)  তার বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :