লাখাইয়ে পলাতক আসামী সহ গ্রেপ্তার ২
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে পলাতক আসামীসহ ২জন গ্রেপ্তার।
থানা সুত্রে জানা যায়, রবিবার (১২ ফেব্রুোয়ারী) দিবাগত ভোর রাতে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের এ এস আই শওকত আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে পুলিশ এ্যসল্ট মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করে। সে মামুদপুর গ্রামের মৃত আলী আফছর এর ছেলে ইছমাইল।
অপর এক অভিযানে এস আই দেবাশিষ তালুকদার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে কাঠিহারা গ্রামের তনু মিয়ার ছেলে মবিনকে (২০) ধর্তব্য অপরাধের সাথে সম্পৃক্ত সন্দেহে কাঃবিঃ১৫১ ধারায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
সোমবার (১৩ ফেব্রুোয়ারী) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী গ্রেপ্তারের বিষয়টি লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া নিশ্চিত করেছেন।

