লাখাইয়ে পরিত্যক্ত পুরাতন ভবন ধসে যে কোন সময় দূর্ঘটনা ঘটে যাওয়ার আশংকা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৩৪ PM, ০৭ জানুয়ারী ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের  লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের ফরদাবাদ এলাকায় দেড়শ বছরের পুরাতন পরিত্যক্ত ভবনটি ধসে যে কোন সময় দূর্ঘটনা ঘটে প্রাণহানির ঘটে যাওয়ার আশংকা। এই দেড়শত বছরের পুরাতন ভবনটি জরাজীর্ণ অবস্থায় পরিত্যক্ত।

সরেজমিনে গিয়ে দেখা হয় পরিত্যক্ত ভবনের অংশিদার সাবেক মেম্বার দীলিপ পালের সাথে।

তিনি জানান এই ভবনটি প্রায় দেড়শত বছরের পুরাতন ভবন। তিনি আরো জানান এই ভবনটি চুন মাটি ও ইট দ্বারা তৈরি এই ভবন। এই ভবনটি আমার পিতার বাবা প্রায় দেড়শত বছর পূর্বে এই ভবনটি নির্মাণ করেছিল। বর্তমানে এই ভবনটিতে কেউ বসবাস করি না।

এই ভবনটিতে কেন বসবাস করেন না জানতে চাইলে তিনি জানান যেহেতু ভবনটি অনেক পুরাতন সেহেতু জীবনের ঝুঁকি আছে তাই এই ভবনটিতে আমরা কেউ বসবাস করি না।

তিনি আরো জানান, এই ভবনের উওরাধীকারী আমরা বেশ কয়েকজন আছি বিদায় এই ভবনটি রক্ষণাবেক্ষণের জন্য আমরা কেউই এগিয়ে আসছিনা। ফলে এই ভবনটি পরিত্যক্ত।

তিনি জানান, এই ভবনের অংশীদার  ২ জন বসবাস করে হবিগঞ্জ শহরে তারাও এ ব্যাপারে এগিয়ে আসে না বিদায় এই ভবনটি রক্ষণাবেক্ষণর অভাবে পরিত্যক্ত।

এই ভবনটি যে কোন সময় ধসে যেতে পারে মর্মে প্রশ্ন করা হলে দীলিপ পাল জানান এই ভবনের পাশে আমরা ৪/ ৫ টি পরিবার বসবাস করছি কখন যে এই পরিত্যক্ত ভবনটি ধসে পরে সেই আতংকের মাঝে বসবাস করছি আমরা। ফদরাবাদ এলাকার বেশ কয়েকজন জানান এই পুরাতন জরাজীর্ণ ভবনটি যে কোন সময় ধসে প্রান নাশের আশংকা করছেন প্রতিবেশীর লোকজন।

এ ব্যাপারে উপজেলা প্রশাসনের আশু দৃষ্টি কামনা করেন প্রতিবেশীর লোকজন।

আপনার মতামত লিখুন :