লাখাইয়ে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী গ্রেপ্তার
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানার এ এস আই সুমন চন্দ্র রায় সঙ্গীয় পুলিশ ফোর্স সহ শুক্রবার (১৩ জানুয়ারী) দিবাগত রাতে অভিযান চালিয়ে বুল্লা ইউনিয়নের ভরপূর্নী গ্রামের মৃত জজ মিয়ার ছেলে রাসেল মিয়াকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীকে শনিবার (১৪ জানুয়ারি) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

