লাখাইয়ে চোরাই মাল সহ নিয়মিত মামলার ৩ জন আসামীকে গ্রেপ্তার
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে চোরাই মাল সহ নিয়মিত মামলার ৩ জন আসামীকে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ।
থানা সুত্রে জানা যায় শুক্রবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিওিতে লাখাই থানার এস আই মৃদুল কুমার ভৌমিক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে লাখাই উপজেলা বুল্লা ইউনিয়নের পশ্চিম বুল্লা থেকে টিউবওয়েল ও চোরাই মাল বহনকারী ২টি টমটমগাড়ি সহ ২ আসমাীকে গ্রেপ্তার করে।
আসামীরা হলো- বামৈ গ্রামের আরিফ মিয়ার ছেলে আকাশ (১৭) ও হবিগঞ্জ সদর থানার বামকান্দি গ্রামের শামিম মিয়ার ছেলে নুর আলী(২০) এবং এস আই জহির আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন নিয়মিত মামলার আসামিকে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মুড়িয়াউক গ্রামের নুরুল হকের ছেলে আশরাফুলকে (১৯) গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীদেরকে শনিবার (২৬ নভেম্বর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। লাখাই থানার অফিসার ইনচার্জ এম এন মিয়া গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেছেন।

