লাখাইয়ে চার বছর ধরে বন্ধ প্যাথলজি, সেবা থেকে বঞ্চিত মানুষ
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ বছর ধরে প্যাথলজি বন্ধ নেই কোন টেকনোলজিস্ট। ফলে নানা ভোগান্তিতে লাখাই উপজেলার সেবা নিতে আসা রোগিরা।
এ ব্যাপারে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রের পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রের বিভিন্ন পদ শূন্য, তাই সেবা নিতে আসা রোগিরাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে বহুবার চিঠি চালাচালি করে ও শূন্য পদ পূরণ হচ্ছে না।
প্যাথলজিস্ট সম্পর্কে জানতে চাইলে তিনি জানান প্যাথলজিস্ট না থাকায় চার বছর যাবত বিভিন্ন পরিক্ষার কাজ বন্ধ আছে।
তিনি আরো জানান, সেবা নিতে আসা রোগিদের সেবা থেকে বঞ্চিত না হয় সেই বিবেচনায় আপাততঃ হীড বাংলাদেশ টেকনোলজিস দ্বারা আপাততঃ হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সেবা দিতে আব্দুল ওহাব কে দিয়ে কাজ করিয়ে রোগিদের সেবা দিতে চেস্টা করছি।
তিনি জানান, অচিরেই এই শূন্য পদ পূরণ হবে তখন হয়তো সেবা নিতে আসা রোগিরা সেবা থেকে বঞ্চিত হবে না।

