লাখাইয়ে গাঁজা সহ গ্রেপ্তার ১

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৩৩ PM, ২০ ডিসেম্বর ২০২২

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাইয়ে ২কেজি গাঁজা সহ ১ আসামীকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা টিম।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলার তথ্য সুত্রে জানা যায় মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৭ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিওিতে  লাখাই উপজেলা তেঘরিয়া গ্রামে হবিগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনস্পেক্টর হাবিবুর রহমানের নেতৃত্বে উপ- পরিদর্শক রফিকুল ইসলাম সহ একটি টিম অভিযান চালিয়ে আসামীর বসত ঘরে অভিযান চালিয়ে  ২ কেজি গাঁজা সহ আসামী কে আটক করে।

আটক আসামী তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে হুমায়ুন মিয়া (৫৫)কে আটক করে।  আটককৃত আসামীর বিরুদ্ধে লাখাই থানায় মাদক আইনে  নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত আসামীকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোফর্দ করা হয়েছে।  আসামী আটক ও নিয়মিত মামলা দায়েরের বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি আসামী আটক ও নিয়মিত মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :