লাখাইয়ে উৎসবমুখর পরিবেশে বৃওি পরীক্ষা অনুষ্টিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:২৯ PM, ৩০ ডিসেম্বর ২০২২

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাইয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উৎসবমুখর পরিবেশে বৃওি পরীক্ষা অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর)  সকাল ১০ ঘটিকা হইতে বেলা ১১টা পর্যন্ত চলে পরীক্ষা।

খোঁজ নিয়ে জানা যায়, এ বছর লাখাই উপজেলার ৭২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০%হারে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৭৮৬ জন। কিন্তু অনুপস্থিত ছিল ৪৩ জন।

খোঁজ নিয়ে জানা যায়, লাখাই উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  ছাত্র ছাত্রীদের পরীক্ষা অনুষ্টিত হয়েছে।

লাখাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মজনুর রহমান জানান ২০০৮ সালের পর এ বছর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ২০% হারে লাখাই উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়,  কিন্ডারগার্টেন,  ও এনজিও শিক্ষা প্রতিস্টান সহ মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৭৮৬ জন ছাত্র/ছাত্রী।

তিনি আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের তরিৎ সিদ্ধান্তের ফলে ছাত্র/ ছাত্রীরা  পুরোপুরি প্রস্তুতি নিতে পারে নাই।

এ ব্যাপারে কেন্দ্র সচিব কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,  হল সুপার বুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন শামিম, ও সহকারী হল সুপার প্রানেশ গোস্বামী  জানান, এ বছর লাখাই উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও এনজিও বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রী ৭৮৬ জনের ছাত্র /ছাত্রীদের মধ্যে এই বৃওি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৭৪৩ জন এবং অনুপস্থিত ছাত্র সংখ্যা ১৫ জন এবং ছাত্রী সংখ্যা ২৮ জন।

বৃওি পরীক্ষায় অংশ নেয়া ছাত্র/ ছাত্রীদের অভিভাবকদের সাথে আলাপকালে তারা জানান দীর্ঘদিন পর আমাদের ছাত্র/ ছাত্রীরা বৃওি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারায় তারা আনন্দ উপভোগ করছেন বলে তারা তাদের মনোভাব প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :