লাখাইয়ে ইয়াবা সহ ২ আসামী গ্রেপ্তার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:১৯ PM, ০৭ ডিসেম্বর ২০২২

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাইয়ে ৮০ পিস ইয়াবা সহ ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায় লাখাই থানার অফিসার ইনচার্জ এম এন মিয়ার দিকনির্দেশনায় এস আই মৃদুল কুমার ভৌমিক গোপন সংবাদের ভিওিতে এ এস আই মফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে বামৈ তিনপুল কাজল মিয়ার পান দোকানের সামনে থেকে আসামীদেরকে ৮০ পিস ইয়াবা সহ ২ আসামীকে গ্রেপ্তার করে এবং ইয়াবা বহনকারী একটি টমটম গাড়ী আটক করে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে মঙ্গলবার (৭ ডিসেম্বর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

লাখাই থানার অফিসার ইনচার্জ এম এন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :