লাখাইয়ে আন্তজেলা ডাকাত দলের সদস্য ইছাক পুলিশের খাচায়
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে আন্তজেলা ডাকাত দলের সদস্য ইছাককে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সুত্রে জানা যায়, সোমবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটা বুল্লা বাজার থেকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী লাখাই থানার নিয়মিত মামলার আসামী।
সোমবার (২৮ নভেম্বর) গোপন সংবাদের ভিওিতে লাখাই থানার এস আই মৃদুল কুমার ভৌমিক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে বিকাল সাড়ে চারটার সময় হবিগঞ্জ সদর থানাধীন ধল গ্রামের আজমত আলীর ছেলে ইছাক মিয়াকে (২২) গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীকে মঙ্গলবার (২৯ নভেম্বর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ এম এন মিয়া গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন।

