লকডাউনে ছোট যানবাহনের দখলে ঢাকা-রংপুর মহাসড়ক
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
সরকার ঘোষিত সারা দেশে সাতদিনের লকডাউনে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়। কিন্তু গণপরিবহন বন্ধ থাকলেও বন্ধ হয়নি ছোট ছোট যানবাহন। ফলে মহাসড়ক এখন তাদেরই দখলে।
গণপরিবহন বন্ধ থাকার সুযোগে যাত্রীদের গুনতে হচ্ছে তিনগুণ ভাড়া।
প্রশাসনের উদাসীনতায় এমন চিত্র হরহামেশাই চোখে পড়ছে। 
শফিউর রহমান নামের এক যাত্রী বলেন, গণপরিবহন বন্ধ থাকলেও ছোট যানবাহন চলাচল করায় নির্বিঘ্নে চলাচল করছে যাত্রী সাধারণ। মাঝখান থেকে গুণতে হচ্ছে তিনগুণ ভাড়া।
তিনি বলেন, ঢাকা থেকে গোবিন্দগঞ্জে পৌঁছাতে তাকে কার গাড়িতে আসতে হয়েছে। আর এতে তাকে গুণতে হয়েছে ১৪০০ টাকা। যা বাস ভাড়ার তুলনায় তিনগুন।
জানতে চাইলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম বলেন, এসব বন্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।

