রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মরহুম মনোয়ার হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের মধ্যপাড়ার বাসিন্দা ছিলেন।
আজ শুক্রবার (৮ জুলাই) বাদ জুম্মা গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেনের মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু সহ নেতৃবৃন্দ।
নিহতের কফিনে সালাম প্রদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের উপস্থিতিতে থানার অফিসার্স ইনচার্জ ইজার উদ্দিনের নেতৃত্বে মরহুম বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেনকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের মধ্যপাড়া নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।

