রামপালে হরিণের মাংস সহ আটক ২
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি;
বাগেরহাটের রামপালে হরিণের মাংস সহ দুই পাচারকারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে দুটি হরিণের মাথাসহ ৪২ কেজি মাংস উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বগুড়া ব্রিজ সংলগ্ন বগুড়া খালের পাড় থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. শাফিন মাহমুদ এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- রামপাল উপজেলার ঝনঝনিয়া গোপিনাথপুর গ্রামের মৃত জমাত আলীর ছেলে আব্দুর রহমান শেখ (৫২) এবং তার ছেলে মোস্তাকিন শেখ (২৭)।
পুলিশ সুপার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে রামপালের বগুড়া নদীর তীরে অভিযান চালিয়ে দুইটি হরিণের মাথা ও ৪২ কেজি মাংস সহ পাচারকারী আব্দুর রহমান ও মোস্তাকিন শেখকে আটক করা হয়। তারা সুন্দরবন থেকে ফাঁদ পেতে হরিণ শিকারের পর মাংস পাচারের জন্য ওই জায়গায় অপেক্ষা করছিলেন। আটকদের বিরুদ্ধে রামপাল থানায় মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

