রামপালে পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ীকে মারপিটের অভিযােগ
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি;
বাগেরহাটের রামপালে পূর্বশত্রুর জের ধরে ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার শ্রীকলস গ্রামের মৃত নওশের আলীর ছেলে নূর আলী শেখ (৫৫) গত শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে স্থানীয় ভাগা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ী ফেরার পথে একই এলাকার আছাদ, রয়েল শেখ, মোশারেফ মোল্লা, হারুন শেখ ও কাষ্ঠবাড়িয়ার মামুন শেখ পূর্বপরিকল্পনায় তার ওপর হামলা করে। এসময় তারা নূরআলীকে বেধড়ক মারধর করে তার বাইসাইকেল ও বাজার সদাইয়ের ব্যাগ কেড়ে নেয়। হামলাকারীরা তাকে লোহার ও হাতুড়ি দিয়ে মেরে ফেলার চেষ্টা করলে আহত নূর আলী দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করে।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
অভিযােগের বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, তদন্ত করে বিধি অনুযায়ী দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

