রামপালে এক ব্যক্তির বিরুদ্ধে নারী কেলেংকারীর অভিযোগ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৫৯ PM, ২৬ জানুয়ারী ২০২১

Spread the love

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি;

বাগেরহাটের রামপালে হক সরদার (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে নারী কেলেংকারীর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে মঙ্গলবার সকালে গণস্বাক্ষর করে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।

অভিযোগে জানা গেছে, উপজেলার চন্দ্রাখালী উত্তরপাড়া জনৈকা দুই নারী দীর্ঘদিন ধরে বাড়ীতে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। এরই একপর্যায়ে গত রোববার রাতে ক্ষমতাসীন দলের নেতা হক সরদার ওই নারীর বাড়িতে যায়। এসময় পার্শ্ববর্তী বাড়ীর জাহানারা বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়ে ঘটনা দেখে। এরপর আশপাশের লোকজন ডেকে আনে। লোকজনের উপস্থিতি টের পেয়ে হক সরদার দৌঁড়ে পালিয়ে যায়।

বিষয়টি স্থানীয়রা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে জানিয়েও কোন প্রতিকার না পাওয়ায় ভুক্তভোগীদের পক্ষে নজরুল সরদার রামপাল থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়টি জেনে গিয়ে দেখে নেওয়ার হুমকি দেন অভিযুক্ত হক সরদার।

অভিযোগের বিষয়ে ভোজপাতিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, এর একটি বিহিত হওয়া উচিৎ।

অভিযুক্ত হক সরদারের মুঠোফোনে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে হাসত সরদার নামের এক ব্যক্তিকে ফোন ধরিয়ে দেন, এসময় হাসত বলেন, হক ওই রাত আড়াই/তিনটার দিকে ওই বাড়ির উঠানে একটি কাজে গিয়েছিল। কিন্তু কোন খারাপ কাজে নয়।

এ বিষয়ে রামপাল থানার ওসি মো. মনজুরুল আলম বলেন, অভিযোগের কপি এখনো হাতে পাইনি। হাতে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :