চিনিকল চালুর দাবীতে গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে অর্ধদিবস হরতাল পালিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকল চালুর দাবীতে উপজেলার মহিমাগঞ্জস্থ অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চিনিকল শ্রমিক, শ্রমিক-কর্মচারী ও আখচাষীর উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল পালিত হয়।
এরআগে সকাল ১১টার দিকে শান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটের বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। প্রায় ঘন্টাখানেক পর আন্দোলনকারীরা ট্রেনটি ছেড়ে দেন। হরতালের সমর্থন জানিয়ে মহিমাগঞ্জ বাজার এলাকার দোকান-পাট বন্ধ রাখে ব্যবসায়ীরা। এদিকে, হরতালের নামে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। 
শ্রমিক-কর্মচারীর নেতারা বলেন, রংপুর চিনিকলসহ রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল বন্ধ ঘোষণা করা হয়েছে। রংপুর চিনিকল বন্ধ হলে প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী বেকার হয়ে যাবে। তাছাড়া হাজার হাজার আখচাষীর আখ উৎপাদন বন্ধ হয়ে যাবে। ফলে এ উপজেলার মানুষের জীবন-জীবিকা হুমকীর মুখে পড়বে।
শ্রমিক নেতারা আরও বলেন, অনতিবিলম্বে মিল চালু সহ শ্রমিক- কর্মচারী ও আখচাষীদের দেনা পরিশোধ করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।
প্রসঙ্গত, গত ১ডিসেম্বর দেশের ১৫টির চিনিকলের মধ্যে রংপুর চিনিকলসহ ৬টি চিনিকল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন।

