রংপুর চিনিকল চালুর দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ডাকে জনসভা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্ধ চিনিকল চালুর দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ডাকে জনসভার আয়োজন করা হয়েছে।
আগামী ২৭ ডিসেম্বর দুপুর ২টায় উপজেলার মহিমাগঞ্জ ডাকবাংলো মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি।
জনসভা সফল করতে ওয়ার্কার্স পার্টির গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি এমএ মতিন মোল্লা সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আহবান জানান।

