রংপুরে চাকরীর প্রলোভনে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
রংপুর প্রতিনিধি ;
চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তোজাম্মেল হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এম আলী আহমেদ এ রায় দেন। রায় ঘোষনার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর আসামি সানাউল ইসলামকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
২০২০ সালের ২৯ জুন রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী গ্রামের মৃত তোফাজ্জল ফকিরের ছেলে তোজাম্মেল হক একই উপজেলার ছিট জাহাঙ্গীরাবাদ গ্রামের এক তরুণীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যান। এরপর ঐ তরুণীকে গাজীপুর এবং পরবর্তীতে নীলফামারীর জলঢাকাতে নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় ঐ তরুণীর বাবা বাদী হয়ে তোজাম্মেল হোসেন ও সানাউন ইসলাম নামে এক সিএনজি চালককে আসামি করে ধর্ষণ মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তোজাম্মেল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলার অপর আসামি সানাউল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী তাজিবুর রহমান লাইজু বলেন, বাদীপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
অপরদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী জাকিয়া আক্তার কোনো মন্তব্য করেননি।

