রংপুরে আদিবাসী ও দলিত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা প্রদান
রংপুর প্রতিনিধি;
করোনা সংকটে রংপুরে কর্মহীন হয়ে পড়া আদিবাসী ও দলিত প্রাপ্তিক জনগোষ্ঠীর মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। সুইজারল্যান্ড দুতাবাসের অর্থায়নে জাতীয় মানবাধিকার কমিশন ও ইউএনডিপি-হিউম্যান রাইটস্ এন্ড জাস্টিজ প্রোগ্রামের সহায়তায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে স্থানীয় সিও বাজার রংপুর সদর উপজেলা পরিষদ এলাকায় এসব খাদ্য বিতরণে সহায়তা দেয় স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বন ও ডপস।
রংপুর সদর উপজেলার ৯০০টি আদিবাসী ও দলিত পরিবারের প্রত্যেক পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে চাল-১২ কেজি (মিনিকেট), আটা-৬ কেজি, মুসুর ডাল-৩ কেজি, চিনি-১ কেজি, তেল-২লিটার, লবন- ১ কেজি, চিড়া-১ কেজি, লাইফবয় সাবান-৬টি, সুজি- ১ কেজির নিত্য প্রয়োজনীয় সামগ্রীর একটি করে প্যাকেট দেওয়া হয়।
নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণের সময় রংপুর উপজেলার নির্বাহী অফিসার ইশরাত সাদিয়া সুমি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, ডপস এর নির্বাহী পরিচালক উজ্জ্বল চক্রবর্তী, দলিত নেতা অ্যাড. মনিলাল দাস, সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সহ-সম্পাদক গোলাম সাজ্জাদ হায়দার স্বাধীন, মানবাধিকার কর্মী পলাশ কান্তি নাগ, আদিবাসী নেতা তুলিপ এক্কা, প্রভুবরণ মিনজ ও সুবল মুখার্জী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

