যিনি মেয়র হবেন তিনি স্বাধীনতার স্বপক্ষের হতে হবে; মেহের আফরোজ চুমকি এমপি

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫৮ PM, ১৮ ডিসেম্বর ২০২০

Spread the love

আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;

আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, কালীগঞ্জ একটি আধুনিক পৌরসভা হবে, এমন স্বপ্ন নিয়ে ইউনিয়নকে পৌরসভায় রূপান্তর করা হয়। রাস্তাঘাট ভালো থাকবে, ড্রেনেজ ব্যবস্থা হবে, পানি ও গ্যাসের সংযোগ ব্যবস্থা থাকবে, পৌরসভা জুড়ে লাইটের ব্যবস্থা থাকবে। পৌরবাসী তাদের প্রাপ্য অধিকার এই পৌরসভা থেকেই পাবেন।

পৌরসভার জন্মলগ্ন থেকে ১০ বছর যাবত পৌর উন্নয়নে আমাকেই কাজ করতে হয়েছে। যিনি মেয়র হয়েছেন তিনি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী না। তিনি জনগণের সেবা করবেন তো দূরের কথা নিজেকে নিয়ে ব্যস্ত।

সঠিক ব্যক্তিকে পৌরসভায় বসান। যিনি পৌরসভার মেয়র হবেন, তিনি স্বাধীনতার স্বপক্ষের হতে হবে। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতে হবে। এই গুণে যোগ্য ব্যক্তি না হলে জনগণের ভাগ্যের অবনতি হয়।

শুক্রবার (১৮ডিসেম্বর) বিকেলে দুর্বাটি এম.ইউ কামিল মাদ্রাসার মাঠে মহান বিজয় দিবস ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ পৌর ১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে মেহের আফরোজ চুমকি এমপি বলেন, টাকা-পয়সার দিক থেকে মানুষকে বিচার করলে চলবে না। ভালোবাসা হলো সবচেয়ে মূল্যবান। নৌকা মার্কা দেশকে অনেক কিছু দিয়ে গেছেন। নৌকার জন্য বঙ্গবন্ধু জীবন দিয়েছেন। নৌকার জন্য জীবন দিয়েছেন আমার বাবা শহীদ ময়েজউদ্দিন। প্রতীক নির্বাচনে ভুল করলে জনগণের ভাগ্যোন্নয়নে ভাটা পড়ে। নৌকার চেয়ে কোনো উন্নয়ন প্রতীক আর নেই। নৌকা প্রতীকে যাকে মেয়র প্রার্থী করা হয়েছে তার পক্ষে সকলকে কাজ করতে হবে। জনগণের ভাগ্যোন্নয়নে নৌকাকে বিজয়ী করতে হবে।

স্বাধীনতার সংগ্রামকে স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, বিজয়ের মাসে কত আপনজন হারিয়েছি। স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে হারিয়েছি। হারানোর ইতিহাস অনেক বড়। স্বাধীনতার ৫০ বর্ষপূতি উদযাপিত হবে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের গুণে দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের দিক থেকে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক ধাপ এগিয়ে রয়েছে।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আরমান হোসেন আকন্দের সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ ভূইয়া। এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল আজিজ আকন্দ, মেয়র প্রার্থী ও কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবিন হোসেন, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হাসেম ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লা, কালীগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি আমিরুন্নেসা, মহিলা আওয়ামী লীগ নেত্রী রেহেলা পারভীন, ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মামুন মিয়া, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সহসভাপতি তৌহিদুর রহমান প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-আমিন খান, উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন খান কনক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আহমেদুল কবির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম সিজু, বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম খান রফিক, উপজেলা যুবলীগের সভাপতি এসএম আলমগীর হোসেনসহ দলীয় অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

আপনার মতামত লিখুন :