যারা নদী দখল ও দূষণে জড়িত তারা এ যুগের রাজাকার
আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;
যারা নদী দখল ও দূষণে জড়িত তারা এ যুগের রাজাকার। আর যারা নদীকে বাঁচানোর জন্য কাজ করেন তারা এ যুগের মুক্তিযোদ্ধা। এটা সামাজিক অপরাধ। যারা এই অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নদী রক্ষার স্বার্থে দখলদার ও দূষণকারীদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে যেই অভিযান চালানো হয় সাধারণ নাগরিক হিসেবে অভিযানকারীদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
মানুষের শিরা-উপশিরা যেমন গুরুত্বপূর্ণ তেমনি নদী হয়েছে মানুষের শিরা-উপশিরা। বিশ্বের ৪০ ভাগ মানুষ সুপেয় পানির উপর নির্ভরশীল। বিশ্বের ২৮ দেশের ৩৬ কোটি মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত। নদীকে বাঁচাতে না পারলে পানি নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে।
সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে নদী তীরবর্তী মানুষের সাথে মতবিনিময় ও নদী সচেতনতা তৈরির বিশেষ কার্যক্রম তৃণমূলে নদী বৈঠক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
৪৮ নদী সমীক্ষা প্রকল্প, জাতীয় নদী রক্ষা কমিশন ও কালীগঞ্জ উপজেলা নদী রক্ষা কমিটির আয়োজনে বাংলাদেশ নদী পরিব্রাজক দল কালীগঞ্জ উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় তৃণমূলে নদী বৈঠক অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তারা আরও বলেন, তুমি কে ? আমি কে ? বাংলাদেশ, বাংলাদেশ যদি আমাদের পরিচয় হয়। আর পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা হয়। তবে নদীকে দখল ও দূষণ মুক্ত রাখতে আমাদের সকলকে কাজ করতে হবে। নদীকে মায়ের সাথে তুলনা করা হয়। মায়ের অবদান যেমন ভুলা যায় না তেমনি মানবজীবনের জন্য নদীর গুরুত্বপূর্ণ অবদান ভুলার না।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
সাংবাদিক রফিক সরকার ও যীনাত রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, ৪৮ নদী সমীক্ষা প্রকল্প পরিচালক ও নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইকরামুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের ভারপ্রাপ্ত টিম লিডার সৈয়দ মো. মতলুবুর রহমান। বিষয়ভিত্তিক আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেইঞ্জ স্পেশালিষ্ট মো. মনির হোসেন চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ মোশারফ হোসেন ও নদী পরিব্রাজক দলের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুর রহমান আরমান।
সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের ওয়াটার রিসোর্স এক্রাপার্ট মো. সাজিদুর রহমান সরদার ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন।

