যানজট নিরসন ও চাঁদাবাজি বন্ধে কঠোর হাইওয়ে পুলিশ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:২২ PM, ০৬ এপ্রিল ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

পবিত্র রমজান ও আসন্ন ঈদকে কেন্দ্র করে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে রয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা তথ্য ছাড়া মহাসড়কে চলাচলকারী পণ্যবাহী কোনো গাড়ি থামানো যাবে না। বুধবার সন্ধ্যায় গনমাধ্যমকে এসব কথা জানান, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (চলতি দায়িত্ব) প্রবীন কুমার পাল (টিআই)।

তিনি বলেন, ঈদে মানুষ যানজট মুক্ত মহাসড়ক দিয়ে যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এবং পণ্যবাহী গাড়ি থেকে চাঁদাবাজি বন্ধে কাজ করছে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধের নির্দেশনা এসেছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আমরাও আমাদের পুলিশ সদস্যদের বলেছি চাঁদাবাজি ঠেকানোর পাশাপাশি পুলিশও যাতে অতীব প্রয়োজন না হলে পণ্যবাহী ট্রাক আটকে চেক না করে। ঈদকে সামনে রেখে যানজট নিরসনে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার আওতাধীন প্রায় ৬৫ কিলোমিটার মহাসড়ক এলাকার বগুড়ার মাটিডালী- গাইবান্ধার ধাপেরহাট পর্যন্ত মহাসড়কে নির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো গাড়ি থামানো হবে না।

পণ্যবাহী গাড়ি থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক চাঁদাবাজি করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে।

আপনার মতামত লিখুন :