যথাযোগ্য মর্যাদায় গোবিন্দগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন উপজেলা আওয়ামী লীগ ও থানা পুলিশ প্রশাসন পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেযারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন ও থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান।
এছাড়া অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ,র,ম শরিফুল ইসলাম জর্জ ও মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স প্রমুখ।

