মৌলভীবাজারে এসআই মাজহারুলের চালচলনে স্থানীয়রা আতংকে

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৪৮ PM, ৩০ অগাস্ট ২০২২

Spread the love

নিজস্ব প্রতিনিধি;

সিলেটের মৌলভীবাজার গোয়েন্দা শাখার এসআই মাজহারুল ইসলামের বেসামাল চালচলনে স্থানীয়দের মাঝে বিরুপ প্রতিক্রিয়া ও আতংক দেখা দিয়েছে।

এদিকে, এসআই মাজহারুল ইসলামের বিরুদ্ধে ফেন্সিডিল সেবন ও সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি, চোরাই সাইকেল উদ্ধারের পর অফিসে নোট না দিয়ে নিজ দখলে রাখা সহ অজানা অভিযোগ বেড়িয়ে আসছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, ঢাকা মেট্রো ল-১১-৯৬৬৩ ও ঢাকা মেট্রো -ল-২৫-৯৮৮৬ এদুটি প্রাইভেট গাড়ী যোগে প্রায়ই ফেন্সিডিল বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়ে থাকে। এতে এলাকার কয়েক যুবকেও ব্যবসায় জড়িত করা হয়েছে।

বিশ্বস্ত সুত্রমতে, বড়লেখার জীবন নামের এক চোরাই কারবারির নিকট হতে কালো ও লাল রংয়ের একটি সাইকেল আটক করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া উদ্বারকৃত ইন্ডিয়ান বর্ডার ক্রস আর ১৫ লাল ও কালোরঙয়ের একটি সাইকেল অফিসে নোট না দিয়ে নিজেই ব্যবহার করছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে এসআই মাজহারুল ইসলাম বলেন, তিনি আইন বহির্ভূত কোন কাজ করেননি।

অপর একটি সুত্র জানায়, ওই এসআইয়ের বিরুদ্ধে এলাকাবাসী প্রতিকার দাবী করে পুলিশ হেড কোয়ার্টারে লিখিত একটি অভিযোগ প্রেরণ করা হয়েছে। তবে অনেকেই ভয়ে মুখ খুলতে সাহস পাননি বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুন :