মৌলভীবাজারে উদ্ধারকৃত ভারতীয় বিড়ি জব্দ নিয়ে মতানৈক্য

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৪৬ PM, ০২ সেপ্টেম্বর ২০২২

Spread the love
নিজস্ব প্রতিনিধি;
সিলেটের মৌলভীবাজারে উদ্ধারকৃত ভারতীয় নাসির বিড়ি জব্দ ও ঘটনাস্থল নিয়ে মতানৈক্য দেখা দিয়েছে।
এদিকে, মৌলভীবাজার থানা এলাকায় অভিযানকালে ১৪ কার্টুন ভারতীয় নাসির বিড়ি উদ্ধার দেখিয়ে এসআই মাজহারুল ইসলাম এজাহার দায়ের করলেও সিলেটের শেরপুর এলাকায় ২০ কার্টুন নাসির বিড়ি উদ্ধার করা হয়েছে বলে ধারণকৃত ভিডিও বার্তায় ব্যবসায়ীরা দাবী করেছেন।
সুত্র জানায়, গত ২১ আগষ্ট মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ নাসির বিড়ি ও ব্যবহৃত একটি ট্রাক সহ গোয়াইনঘাটের নয়াগ্রামের  মৃত্যু আজির উদ্দিনের পুত্র জুয়েল ও একই গ্রামের বাহার উদ্দিনের পুত্র আঃ রহিমকে গ্রেফতার করা হয়। এতে ১৪ কার্টুন নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি জব্দ এবং মৌলভীবাজার সদর মডেল থানা এলাকায় ঘটনাস্থল দেখিয়ে ওই অফিসার বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।
তবেঁ, প্রাপ্ত তথ্য ও ব্যবসায়ীদের বক্তব্যে (ধারণকৃত ভিডিও) মতে, সিলেটের শেরপুর টোলে ২০ কার্টুন ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করা হয়েছে। বিশ্বস্ত সুত্র বলছে, উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টিতে রহস্য উদঘাটন সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত লিখুন :