মোল্লাহাটে ইয়াবা সহ আটক ১

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:১৭ PM, ১৬ মার্চ ২০২১

Spread the love

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতানিধি;

বাগেরহাটের মোল্লাহাটে ৬২৫ পিস ইয়াবাসহ রফিক মুন্সি (২২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-৬ খুলনার
একটি অভিযানিক দল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার মাধ্যমে সোমবার ৩টার দিকে উপজেলার নতুন ঘোষগাতী এলাকা থেকে এ মাদক কারবারীকে আটক করা হয়।

রফিক মুন্সি স্থানীয় কুলিয়া গ্রামের আলাল মুন্সি ও শাহানার বেগমের ছেলে। তারা বর্তমানে বসবাস করেন একই উপজেলার
জয়ডিহি গ্রামে।

র‌্যাব সূত্রে জানাযায়, ঘোষগাতী এলাকায়
মাদক কারবারীরা মাদক বিক্রির জন্য ঘোরাঘুরি করছে এমন খবরের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে ৬২৫ পিস ইয়াবাসহ হাতে নাথে আটক করা হয়। পরে তার নামে সংশ্লিষ্ট
আইনে মোল্লাহাট থানায় মামলা দাযের হয়।

আপনার মতামত লিখুন :