মোরেলগঞ্জে দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি আটক
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি;
বাগেরহাটের মোরেলগঞ্জে দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি মো. রাসেল মোল্লাকে (৩২) আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে র্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মাহবুব আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এরআগে বুধবার (১০ মার্চ) গভীর রাতে মোড়েলগঞ্জ উপজেলার সিংজোর সিকদারপাড়া থেকে রাসেলকে আটক করে র্যাব-৬ খুলনার সদস্যরা। এসময় চাইনিজ কুড়াল দিয়ে র্যাব সদস্যদের আক্রমণের চেষ্টা করে রাসেল। এসময় রাসেলের কাছ থেকে একটি দেশি চাইনিজ কুড়াল ও ২৩ ইঞ্চি লম্বা একটি হাসুয়া উদ্ধার করে র্যাব সদস্যরা। রাসেল মোল্লা মোরেলগঞ্জ উপজেলার সিংজোর গ্রামের মোঃ সিদ্দিক মোল্লার ছেলে। তার নামে পিরোজপুরের জিয়ানগর এবং বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় চুরি, মারামারিসহ বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে।
রাসেলের বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯ ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন র্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মাহবুব আলম।

