মোংলায় হরিণের মাংসসহ শিকারি আটক
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি;
বাগেরহাটের মোংলায় ২৫ কেজি হরিণের মাংসসহ মিজান শেখ (৩৮) নামের এক শিকারিকে আটক করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে মোংলা পৌর শহরের ৭ নং ওয়ার্ডের শাহজালাল এলাকায় ইদ্রিসের বাড়ি থেকে মাংসসহ মিজানকে আটক করে থানা পুলিশ।আটক মিজান শাহজালাল এলাকার ইদ্রিস শেখের ছেলে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মিজান শেখ হরিণের মাংস বিক্রির জন্য বাড়িতে অবস্থান করছিলেন। আমরা অভিযান চালিয়ে মিজানকে আটক করতে সক্ষম হই। পরে তার ঘর তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। আটক মিজানের নামে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

