মোংলায় বিদেশী মদ সহ আটক ৫
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি;
বাগেরহাটের মোংলায় ২৬ বোতল বিদেশী মদসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে বন্দরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে কোস্টগার্ড।
কোস্টগার্ড মোংলা সদর দপ্তরের (পশ্চিম জোন) লেফটেন্যান্ট এম মাজহারুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলেন- বাগেরহাটের রামপাল
উপজেলার নারায়ণ চন্দ্রের ছেলে শ্রী প্রতি মন্ডল রায় (৪৮), প্রসান্ত গাইনের ছেলে পিংকু গাইন (৩০), আজিক খলিফার ছেলে আফতাফ খলিফা (২০) রবিন সংকরের ছেলে শিব সংকর (১৮) ও মোংলার দিগরাজের সুজন অধিকারীর ছেলে মাধব অধিকারী (১৯)।
কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

