মোংলায় গাঁজাসহ স্বামী-স্ত্রী ও জামাই আটক
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি;
পাঁচ কেজি গাঁজাসহ মোংলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের হাতে ধরা পড়েছে স্বামী-স্ত্রী ও তাদের মেয়ের জামাই।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মোংলা শহরের বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. মাহাতাব (৪০), তার স্ত্রী বেবী (৩৫) এবং তাদের মেয়ের জামাই মো. রাসেল (২৫)। তাদের কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জামও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বাগেরহাট জেলার পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে আটককৃতরা গাঁজাসহ নানা রকম মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোপনে পুলিশ অভিযান চালিয়ে তাদের বাসা থেকে আটক করে।
পুলিশ জানায়, আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ সালের ৩৬ (১) ১৯ এর খ ধারায় মামলা হয়েছে। কাজী মো. কামরুজ্জামান বাদী হয়ে বাগেরহাট থানায় এই মামলা করেন। এরআগে অভিযানে উপস্থিত ছিলেন, মোংলা থানার সহকারী পরিদর্শক (এসআই) রুহুল আমিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ হোসেন ও রফিকুজ্জামান।

