মেয়েকে শ্বাসরোধে হত্যায় মায়ের যাবজ্জীবন
দিনাজপুর প্রতিনিধি;
দিনাজপুরের পার্বতীপুরে মেয়েকে শ্বাসরোধে হত্যা মামলায় মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. যাবিদ হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি। দণ্ডিতের নাম সাদিয়া আক্তার আয়েশা। ২৯ বছর বয়সী আয়েশা পার্বতীপুর উপজেলার হরিরামপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী।
মামলার বরাত দিয়ে আদালতের পিপি রবিউল ইসলাম রবি বলেন, ২০১৭ সালের ৬ জুলাই রাতে খাওয়া শেষে ছয় বছরের মেয়ে মাইমুনা আক্তারকে নিয়ে ঘুমিয়ে পড়েন আয়েশা। রাতের কোনো এক সময় মেয়েকে শ্বাসরোধে হত্যা করেন তিনি। একই সঙ্গে ব্লেড দিয়ে নিজের হাত-পায়ের রগ কেটে আত্মহত্যার চেষ্টা চালান। রাত সাড়ে ৩টার দিকে সেহরি খেতে ঘুম থেকে ওঠেন আয়েশার শাশুড়ি। ওই সময় আয়েশার ঘরে বাতি জ্বলতে দেখে ডাকতে থাকেন তিনি। কোনো সাড়া না মেলায় দরজা ভাঙেন পরিবারের লোকজন। পরে আয়েশাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। এছাড়া মাইমুনার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরদিন পার্বতীপুর থানায় হত্যা মামলা করেন নিহত মাইমুনার চাচা ইব্রাহিম আলী। ঘটনার পর আয়েশাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পরে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেন তিনি। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেয় আদালত।

