মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীনদের গৃহ প্রদানের উদ্বোধন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
মুজিববর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে সারা দেশে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর ভূমিহীন-গৃহহীন ৫৩ হাজার ৩৪০টি পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২০ জুন) সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ উদ্বোধন করেন।
এরই ধারাবাহিকতায় গোবিন্দগঞ্জ উপজেলায় ২৩০টি গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ- এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে মোবাইল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এতে বিশেষ অতিথীর বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপকারভোগি পরিবারের সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

