মুজিববর্ষ উদযাপন উপলক্ষে শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় উদ্বোধন
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে ও পলাশবাড়ী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বুধবার (১৭ ফেব্রুয়ারী) পলাশবাড়ী এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী, পলাশবাড়ী এস.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হতে আন্দুয়া কারিগরি কলেজ পর্যন্ত ৫ কিঃ মিঃ দৌড় প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
ম্যারাথন দৌড় প্রতিযোগীতার উদ্বোধন করেন বাংরাদেশ সেনাবাহিনীর ৩২- ফিল্ড রেজিঃ আর্টিলারী’র ক্যাপ্টেন নমিতা ইসলাম মিতু। এসময় উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, পলাশবাড়ী এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, তৌহিদুল ইসলাম মন্ডল, শাহ আলম সরকার, সাংবাদিক ফজলুল হক দুদু প্রমূখ। শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

