মিতু হত্যা, নিজ মামলায় ফেঁসে গেছেন এসপি বাবুল আখতার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২০ PM, ০৯ জানুয়ারী ২০২২

Spread the love

নিজস্ব প্রতিবেদক;

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার বাবুল আখতারের নিজের দায়ের করা মামলায় তাকেই গ্রেফতার দেখাতে আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার (৯ জানুয়ারি) চট্টগ্রাম অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিমের আদালত এ আদেশ দেন।

এ সময় বাবুল আখতার আদালতে উপস্থিত ছিলেন। তবে মিতুর বাবা মোশাররফ হোসেনের করা মামলায় আগে থেকে কারাগারে আছেন বাবুল।

মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিটের পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিতু হত্যাকাণ্ডে স্বামী বাবুল আখতারের জড়িত থাকার বিষয়টি তদন্তে উঠে এসেছে। একই ঘটনায় দায়ের হওয়া দ্বিতীয় মামলায় তিনি কারাগারে আছেন। তাকে প্রথম মামলায়ও গ্রেপ্তারের আবেদন করা হয়েছিল। আদালত আজ (রবিবার) তদন্ত কর্মকর্তা এবং বাবুল আখতারের উপস্থিতিতে শুনানির তারিখ ধার্য করেছিলেন। শুনানি শেষে আদালত প্রথম মামলায়ও বাবুল আখতারকে গ্রেপ্তার দেখাতে আদেশ দিয়েছেন।

আপনার মতামত লিখুন :