মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে ৬১ জনকে জরিমানা
ডিবিসি প্রতিবেদক;
কোভিড-১৯ নিয়ন্ত্রণে সরকারীভাবে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু অনেকেই তা মানছেন না। এরই প্রেক্ষিতে বগুড়া জেলার নন্দীগ্রাম ও কাহালু উপজেলায় ৬১ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নন্দীগ্রাম পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি অমান্য করায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শারমিন আখতার ১৪জনকে ৪ হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে, একইদিন সন্ধ্যায় কাহালু উপজেলার জামগ্রাম ও মালঞ্চা বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাছুদুর রহমান মাস্ক ছাড়া অযথা বাইরে ঘোরাফেরা করায় ১২জনকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করেন। এরআগে তিনি অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে ১৫জনকে ২ হাজার ৯৫০ টাকা জরিমানা করেন।
কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাছুদুর রহমান জানান, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। করোনার সংক্রমণ এড়াতে আমাদের প্রত্যেকের মাস্ক পরা উচিত। সরকারি নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অভিযান অব্যহত থাকবে। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

