মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন; ভোটগ্রহণ শেষ চলছে গণনা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:১১ PM, ০৪ নভেম্বর ২০২০

Spread the love

ডিবিসি প্রতিবেদক;

 মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ভোটগ্রহণ শেষ। চলছে গণনা। এখন অপেক্ষা, কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ইতোমধ্যেই বেশিরভাগ অঙ্গরাজ্যে সম্ভাব্য বিজয়ী কে হচ্ছেন সে ধারণা পাওয়া যাচ্ছে। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এখন পর্যন্ত ২৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটে জিতে এগিয়ে রয়েছেন।
 ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশ বড় ব্যবধানেই এগিয়ে ছিলেন বাইডেন। তবে সময়ের সঙ্গে সেই দূরত্ব কমিয়ে এনেছেন রিপাবলিকান প্রার্থী। বর্তমানে তার ঝুড়িতে রয়েছে ২১৩টি ইলেকটোরাল ভোট।

 প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়াসহ এখনও অন্তত সাতটি অঙ্গরাজ্যের ফলাফল এখনো আসতে বাকি। সেগুলোর মধ্যে অন্তত পাঁচটিতেই এগিয়ে রয়েছে ট্রাম্প।

 জো বাইডেন এগিয়ে নেভাদা ও উইসকনসিনে। এ ২টি অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোট রয়েছে যথাক্রমে ছয় ও ১০টি। ফলে এসব জায়গায় জয় পেলে ডেমোক্র্যাট প্রার্থীর ঝুড়িতে জমা পড়বে মোট ২৫৪টি ইলেকটোরাল কলেজ ভোট।

 এর বিপরীতে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন পেনসিলভানিয়া, মিশিগান, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া ও আলাস্কায়। এগুলোর মধ্যে পেনসিলভানিয়ায় ইলেকটোরাল ভোট রয়েছে ২০টি, মিশিগানে ১৬, নর্থ ক্যারোলিনায় ১৫, জর্জিয়ায় ১৬ ও আলাস্কায় ৩টি।

 ফলে এ পাঁচটি অঙ্গরাজ্যে ট্রাম্প জিতলে তার ইলেকটোরাল ভোট হবে মোট ২৮৩টি। অর্থাৎ নির্বাচনে জিততে প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট সহজেই ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছেন তিনি।

 ট্রাম্পের জয়ের সম্ভাবনা রয়েছে উইসকনসিনেও। বাংলাদেশ সময় বুধবার দুপুরেও এ অঙ্গরাজ্যে রিপাবলিকানদের এগিয়ে থাকতে দেখা গেছে। বিকেলের দিকে সামান্য ব্যবধানে এগিয়ে ছিল ডেমোক্র্যাটরা।

 গার্ডিয়ানের সবশেষ তথ্যে জানা যায়, ১০টি ইলেকটোরাল ভোট থাকা উইসকনসিনে ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন। ট্রাম্প পেয়েছেন ৪৯ দশমিক ১ শতাংশ।

 অবশ্য এবারের নির্বাচনে শুধু প্রত্যক্ষ ভোটেই বিজয়ী নির্ধারণ হচ্ছে না। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট কে হবেন তা নির্ধারণে এ বছর মানুষ ১০ কোটির বেশি আগাম ভোট দিয়েছেন। এসব ভোট গণনা হতে সময় লাগবে বেশ কয়েকদিন। ফলে ট্রাম্প না বাইডেন- হোয়াইট হাউসের দখল কার হাতে যাচ্ছে তা জানতে অপেক্ষা করতেই হচ্ছে।

 মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের তথ্য জানা যায়, পপুলার ভোটের ফলাফলে এখন পর্যন্ত ৪৯ দশমিক ৯ শতাংশ পেয়েছেন বাইডেন। তার কাছাকাছি ৪৮ দশমিক ৮ শতাংশ পেয়েছেন ট্রাম্প ।

 মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৫৩৮টি। এরমধ্যে ২৭০টি ভোট পেলে নির্বাচিত হবেন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট।

 ইলেক্টোরাল ভোটে প্রাথমিক ফলাফলে ট্রাম্প পেয়েছেন ২১৩টি।

আপনার মতামত লিখুন :