মারা গেছেন গোবিন্দগঞ্জের চিরকুমার সুলতান মাহমুদ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:০৬ PM, ১০ জুলাই ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

ঢাকার ড্রিম লাইফ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গোবিন্দগঞ্জের চিরকুমার সুলতার মাহমুদ চৌধুরী।

শনিবার (১০ জুলাই) সকালে ঢাকার শাহ্-আলী মাজারের পাশে মিরপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শুক্রবার বিকেলে মারা যান তিনি।

সুলতান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের কামদিয়া গ্রামের মৃত সালামত আলী চৌধুরীর ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।’

সুলতান মাহমুদের ভাতিজা মো. আবু আক্কাছ ওরফে ডিপটি চৌধুরী জানান, সুলতান মাহমুদ চৌধুরী চিরকুমার ছিলেন। তিনি দীর্ঘদিন গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এছাড়াও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি। এছাড়া তিনি একজন সফল কৃষকও ছিলেন।’

তিনি বলেন, সুলতান দীর্ঘ বছরের পথচলায় নিজেকে সংসারের গন্ডিতে আবদ্ধ করেননি। নিজেকে উৎসর্গ করেছিলেন এ অঞ্চলের অবহেলিত, গরীব-দুঃখী, নিপীড়িত মানুষের সেবা করার মাধ্যমে।

এদিকে, সুলতান মাহমুদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।

আপনার মতামত লিখুন :