মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক পাঁচ জুয়াড়ী

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:২২ PM, ১৯ অগাস্ট ২০২২

Spread the love

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

মাধবপুর থানার পুলিশের বিশেষ অভিযানে ধর্মঘর ইউ/পির অন্তর্গত গোবিন্দপুর গ্রামে গোবিন্দ প্রাথমিক বিদ্যালয়ে দক্ষিন পাশে দল দিঘীর দক্ষিণ পাড় হইতে গতকাল বৃহস্পতিবার রাতে এসআই (নিঃ) মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স সহ পাঁচজন জুয়াড়িদের জুয়া খেলে অবস্থায় গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করে। গ্রেফতারকৃত জুয়াড়ি ধর্মঘর গ্রামের ফারুক মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), সুলতানপুর গ্রামের ফরিদ হোসেনের ছেলে নুরুল ইসলাম (৪৫), দওপাড়া গ্রামের আব্দুল শহিদের ছেলে মোঃ সেরু মিয়া (৫২), কালিকাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে শিপন মিয়া (২৪) এবং রসুলপুর গ্রামের মনির হোসেনের ছেলে মোঃ আব্দুল কাইয়ুম প্রঃ ছুট্টো মিয়া (২৬)। গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :