মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন
নাটোর প্রতিনিধি;
নাটোরে মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোর সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ উদ্দীন এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশাল বাড়ি শিবসাগর এলাকার আনিস মণ্ডলের ছেলে বেলাল হোসেন এবং পবা উপজেলার দাদপুর পশ্চিম পাড়া এলাকার অছির উদ্দিন সরকারের ছেলে আব্দুল মান্নান।
কোর্ট ইন্সপেক্টর নজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২০ সালের ২০ মার্চ সদর থানার এসআই পরিতোষসহ পুলিশের একটি টিম হরিশপুর পুলিশ লাইন্স এলাকায় গোদাগাড়ি থেকে জামালপুরগামী একটি মাইক্রোবাসে তল্লাশি করেন। এ সময় ৫৮ লাখ ৯৬ হাজার টাকার ১ কেজি ৪৭৪ গ্রাম হেরোইন উদ্ধার ও মাইক্রোবাসটি আটক করা হয়। মাদক বহনের দায়ে ২ জনকে আটক করে পুলিশ। পরদিন ২১ মার্চ এসআই পরিতোষ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে ওই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।

