মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই; সাংবাদিক এনামুল
স্টাফ রিপোর্টার;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক বলেছেন, দেশে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
যুবক ও কিশোর-কিশোরীদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভালো থাকবে।
বুধবার (১৫ জানুয়ারী) দুপুর ৩টায় গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বাগদাফার্ম কাটামোড় মাঠে কাটা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুনামেন্ট এর উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, খেলাধুলা মানুষের মনকে সজীব করে তোলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকান্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে।
বিশিষ্ট সমাজসেবক রজ্জব আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হামিদ, বিশিষ্ট সমাজসেবক আবু হেনা মোস্তফা কামাল বাবু, বিশিষ্ট ব্যবসায়ী মিথুন চন্দ্র সরকার, শিক্ষক ইয়াছিন আলী সরকার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন মো. রবিউল ইসলাম। উদ্ধোধনী খেলায় ওমর ক্রিকেট ক্লাব সোনাতলা বনাম গোবিন্দগঞ্জ ওয়ারিওস ক্লাব অংশগ্রহন করে।

